বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব পেলেন কোরিয়ার কিহাক সাং

বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব পেলেন কোরিয়ার কিহাক সাং

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয়েছে সম্মান সূচক নাগরিকত্ব।

০৯ এপ্রিল ২০২৫